তথ্যপ্রতিদিন, ধোবাউড়া (বার্নার্ড সরকার):
মোঃ তোফাজ্জল হোসেন (৩৭)পিতা তাহের আলী সাং কৃষ্ণপুর থানা-ধোবাউড়া জেলা-ময়মনসিংহ। মোঃ তোফাজ্জল হোসেন এই মর্মে অত্র টাইপকৃত দরখাস্তের মাধ্যমে জানান যে,বিবাদী ১-ফজলুল হক (৫৫) পিতামৃত নবী হোসেন ২।এসকান্দর আলী (২৮) ৩। ফারুক মিয়া (৩৫) ৪-শাহালম মিয়া (২৬) সর্বপিতা ফজলুল হক সর্বসাং কৃষ্ণপুর থানা ধোবাউড়া জেলা ময়মনসিংহগন মোঃ তোফাজ্জল হোসেনের প্রতিবশী। ফজলুল হক (৫৫) অত্যন্ত উচ্ছৃঙ্খল ও খারাপ প্রকৃতির। (ফজলুল হকের সহিত) (মোঃ তোফাজ্জল হোসেনের) বাড়ী ভুমি নিয়া পুর্ব শত্রুতা থাকার জের ধরিয়া মোঃ তোফাজ্জল হোসেনকে সর্বশ্যস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে-ফজলুল হক ০৩/০১/২০২০/খ্রিঃ রোজ শক্রবার দিবাগত রাত্র অনুমান ০৯;০০ ঘটিকার সময় (মোঃ তোফাজ্জল হোসেন) অত্র থানাধীন ধোবাউড়া বাজার হইতে বাড়ী যাওয়ার পথে উপর্যুক্ত বিবাদীগণ হত্যার হুমকি প্রদান করে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল