স্টাফ রিপোর্টার, ধোবাউড়া (বার্নার্ড সরকার):
ধোবাউড়া উপজেলার গুজিরকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর পাঠ্যক্রমের শুভ উদ্ধোধন করেন,১২-৩০-মিনিটে ০৮/১/২০২০খ্রিঃ। উক্ত উনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়তোষ বিশ্বাস বাবুল,সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ধোবাউড়া উপজেলা শাখা,ময়মনসিংহ।
বিশেষ অতিথি মোঃ রফিকুল ইসলাম তালুকদার, প্রধান শিক্ষক পোড়াকান্দুলিয়া উচ্চ বিদ্যালয়,সম্পাদক,বাংলাদেশ শিক্ষক সমিতি ধোবাউড়া,ময়মনসিংহ। গুজিরকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছবি রাণী বিশ্বাস ও ম্যানেজিং কমিটির সকল সদস্য ও এলাকার অভিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গুজিরকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার সরকার ও সহকারী শিক্ষকগণ,প্রধান শিক্ষক বতিহালা উচ্চ বিদ্যালয় মোঃ আকাছ মিঞা,মোঃ কলিম উদ্দিন সহঃ শিক্ষক গোস্তাবলী উচ্চ বিদ্যালয়। আঃ হান্নান মহিলা কলেজ এর প্রভাষক,বাংলাদেশ আওয়ামী লীগের ধোবাউড়া শাখার,দপ্তর সম্পাদক। ৩-নং-কৃষক লীগের আহ্বায়ক মোঃ আনোয়ার আকন্দ,মোঃ কছর বিশ্বাস-মেম্বারমোঃ সাইদুল ইসলাম, ধোবাউড়া উপজেলা,ময়মনসিংহৃ