মুক্তাগাছা প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রাজশাহী
বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের শিক্ষক, বিশিষ্ট চিত্রশিল্পী প্রফেসর ড. হীরা সোবাহান।
বিকালে মুক্তাগাছা পৌরসভাস্থ নন্দিবাড়ী গ্রামে “এফ রহমান ও কে নেসা ফাউন্ডেশনের
উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে শীতবস্ত্র বিতরণ করেন, উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং রাজশাহী
বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক, বিশিষ্ট চিত্রশিল্পী প্রফেসর ড. হীরা সোবাহান।
এছাড়া উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল করিম, ময়মনসিংহ
সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মনোনেশ দাস, মুক্তাগাছা সাংবাদিক ফেরামের
সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, সমাজসেবক রুমানা সরকার, জেসমিন আক্তার, নূরুন নাহার
রত্না, হাফিজুর রহমান সবুজ, চিত্রশিল্পী মির্জ মান্নান ও অন্যান্য ব্যক্তিবর্গ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল