শামীম খান গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশনের হোম সিগনালের কাছে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে।
ট্রেনটি চট্রগ্রামের উদ্দেশে ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে আসার পর রাত সাড়ে ৯ টার দিকে গোরীপুরে এ দুর্ঘটনাটি ঘটে। গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রাশিদ সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করেন। তিনি বলেন এতে কোন যাত্রী আহত হননি। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় বর্তমানে ময়মনসিংহের সাথে জারিয়া, মোহনগঞ্জ ও ভৈরব লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল