১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা, ময়মনসিংহ গৌরীপুরে সড়ক দূর্ঘটনা রোধকল্পে করনীয় শীর্ষক আলোচনা ও মত বিনিময় সভা
১৬, জানুয়ারি, ২০২০, ৫:২৫ অপরাহ্ণ -

শামীম খান  গৌরীপুর:
ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দূর্ঘটনায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর মেধাবী ছাত্রী তিথি পাল বিগত ১৩ জানুয়ারী অনাকাঙ্খিত এক সড়ক দূর্ঘটনা মৃত্যু বরন করেন। তার এই অকাল প্রয়ানে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের আয়োজনে সড়ক দূর্ঘটনা রোধকল্পে আজ বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) পৌরসভা কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ৭নং ওর্য়াড কাউন্সিলর নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিথি পালের পরিবারের পক্ষে তিথির পিশামশাই পলাশ কান্তি বিশ্বাস, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকার, গৌরীপুর রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফা খাতুন, গৌরীপুর নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক,গৌরীপুর অগ্রদুত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নুরুল ইসলাম।গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভিন।গৌরীপুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি সমিরন সাহা , ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ননী গোপাল দত্ত।
পশ্চিম ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা বেগম। পূর্ব ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সরঝুবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন। এসএস একাডেমির পরিচালক সুজাউর রহমান খান পরাগ।
দি চাইল্ড ব্লোজম কিন্ডার গার্টেনের পরিচালক রায়হানুর রহমান খান, প্রতিভা মডেল স্কুলের পরিচালক আনোয়ার হোসেন চন্দন, সমিরন দেবনাথ, এনটিটি স্কুলের পরিচালক ইমন সরকার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ প্রমুখ।
বক্তরা গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় রোধকল্পে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন। গৌরীপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকার নিরাপদ সড়কের দাবীতে পৌর মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করেন। পৌর মেয়র সকল প্রস্তাবনা শুনে অচিরেই সড়ক দুর্ঘটনায় রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে আস্বাস প্রদান করেন