১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা, ময়মনসিংহ আলোকিত মানুষ গড়তে হলে পুথিঁগত শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে হবে……সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এম পি।
১৮, জানুয়ারি, ২০২০, ৩:২২ অপরাহ্ণ -

এনামুল হক, মুক্তাগাছা:

ময়মনসিংহ ৫ মুক্তাগাছা থেকে নির্বাচিত এম পি, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলহাজ কে এম খালিদ শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আলোকিত মানুষ গড়তে হলে পুথিঁগত শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে। শনিবার সকালে মুক্তাগাছা শহরের এনএন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এনএন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কামটির সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার সুবর্ণা সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ইদু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আরব আলী ,প্যনেল মেয়র মোঃ রিয়াজ উদ্দিন সিরাজ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুতোষ সরকার প্রমুখ।