নান্দাইল সংবাদদাতা:ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি'র নেতা আজিজুল ইসলাম পিকুল কে পুলিশ অদ্য ১৯-০১-২০২০ রোববার দিবাগত রাতে গ্রেফতার করে।বিশ্বস্ত সূত্রে জানা যায় নাশকতা- ভাঙচুর- সরকারবিরোধী তৎপরতার কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারী পরোয়ানা রয়েছে।তবে বিএনপির নেতৃবৃন্দ এই মামলাগুলোকে রাজনৈতিক প্রতিহিংসামূলক ও মিথ্যা বলে অভিহিত করেন।গ্রেফতারের ব্যাপারে নান্দাইল থানা পুলিশের কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল