৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের চাঞ্চল্যকর অভিযান || পেটের মধ্যে পুটলা বানিয়ে ইয়াবা বহনকালে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১১, অক্টোবর, ২০১৯, ১১:৪৩ অপরাহ্ণ -

তথ্যপ্রতিদি. কমঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)  শুক্রবার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে প্রথমবারের মত পেটের ভিতর পুটলা বানিয়ে ইয়াবা বহনকালে ২ হাজার পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। তার আয়শা সিদ্দিকা ওরফে সামি। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীর বাড়ি কক্সবাজারের টেকনাফে।

তার পিতার নাম মৃত শামসুল হক। পেটের মধ্যে ২ হাজার পিচ ইয়াবা বহন করার খবর পুলিশের বিভিন্ন মহলসহ শহরে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ সাংবাদিকদের জানান, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে শুক্রবার গোপন সংবাদ পেয়ে দিঘারকান্দায় অভিযান পরিচালনা করা হয়। এর আগেই ডিবি পুলিশ খবর পায়, কক্সবাজারের এক নারী মাদক ব্যবসায়ী তার পেটের ভিতরে ইয়াবা বহন করে ময়মনসিংহে বিক্রি করতে এসেছে। ঐ খবরের ভিত্তিতে ডিবির এসআই এসআই মোঃ মনিরুজ্জামান, এএসআই মোঃ মঞ্জুরুল আলম সংগীয় অফিসার ফোর্সসহ বিকালে দিঘারাকান্দা বাইপাস মোড় রেজা সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে থেকে নারী মাদক ব্যবসায়ী আয়শা সিদ্দকা ওরফে সামিকে চ্যালেঞ্জ করে এবং তাকে আটক করে। পরে তাকে ডিবি অফিসে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদকালে এক পর্যায়ে সে পুলিশকে জানায় তার পেটের ভিতর ২ হাজার পিচ ইয়াবা রয়েছে। যা পৃথক ৪০টি করে পুটলা বানিয়ে অভিনব কায়দায় গিলে ফেলা হয় এবং পেটের মধ্যেই রয়েছে। এক পর্যায়ে ডিবি পুলিশ ঐ নারীকে পায়খানা তরল হওয়ার জন্য ওষুধ খাওয়ালে দীর্ঘ সময় পর সে তরল পায়খানা করে। এ সময় পর্যায়ক্রমে পায়খানার সাথে পর পর ৪০ টি পুটলা বের হয়ে আসে। পরে ডিবি পুলিশ ঐ পুটলাগুলো খুলে দেখতে পায় প্রতিটি পুটলাতে ৫০টি করে ইয়াবা রয়েছে। ডিবির ওসি শাহ কামাল আকন্দ আরো বলেন, এর আগে ডিবি পুলিশ জুতার শুকতলির মধ্যে অভিনব কায়দায় ঘাম দিয়ে লাগিয়ে ৩ হাজার পিচ ইয়াবা বহনকানে নারী ইয়াবাচক্র,পাউরুটির মধ্যে চার হাজার দুইশত পিচ ইয়াবা বহনকালে আন্তঃজেলা ইয়াবা ব্যবসায়ী ও মোবাইলের চার্জারের মধ্যে দেড় হাজার পিচ ইয়াবা বহনকালে নারী ও পুরুষসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার। ডিবির পৃথক অভিযানে পেটের মধ্যে দুই হাজার পিচ, জুতার শুকতলিতে ৩ হাজার পিচ, মোবাইলের চাজারের ভিতর দেড় হাজার পিচ ইয়াবা এবং সবশেষ শুক্রবার পেটের মধ্যে পুটলা বানিয়ে দুই হাজার পিচ বহনকালে কক্সবাজারের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের ঘটনা ময়মনসিংহে এই প্রথম। যা ব্যাপক চাঞ্চল্য সৃস্টি হয়েছে।

ময়মনসিংহে নৃশংস হত্যা রহস্য উদঘাটন ডিবি ও কোতোয়ালী পুলিশের অভিযানে হত্যাকারী গ্রেপ্তার

মাওলানা নূর আহমদ কাসেমী মাদ্রাসাকে ঢাল বানিয়ে ও নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাৎ করে গড়েছেন বিপুল সম্পত্তির পাহাড় ।

নেই রাস্তা নেই ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের অনুমোদন । তবুও গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬ বর্যপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নেই রাস্তা নেই ফায়ার সার্ভিসের অনুমোদন গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা।।