গৌরীপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯ আটক করেন। অপর দিকে তিনজনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদতর গ্রেফতার করে গৌরীপুর থানায় হস্তান্তর করেন। (১৮ই জানুয়ারী) শনিবার গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরির্দশক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে এস
আই বাশার,এস আই আখতার, এস আই নাইমুন,ও থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানে, আর জি আর/সিআর ওয়ারেন্ট ভুক্ত রামগোপালপুর ইউনিয়নের বীর পশ্চিম পাড়া গ্রামের আব্দুস মোকানের ছেলে মোঃ শাহাজুল,বীর আহাম্মদপুর গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ফকিরের ছেলে শওকত আলী ফকির,পশ্চিম পাড়া গ্রামের মৃত আবুল হাসিমের ছেলে মোঃরিপন মিয়া(২৭),পশ্চিম পাড়া গ্রামের আবু সিদ্দিকের ছেলে মোঃ লাক মিয়া, সতিষা গ্রামের মৃত জালাল মুন্সীর ছেলে হবি,মামুদ নগর গ্রামের আ: মুন্নাফের ছেলে বাবুল মিয়া,বীর আহম্মদপুর গ্রামের মোঃ ওয়াজেদ আলীর ছেলে আবুল কালাম আজাদ,পাঠান টুলা ( বোকাইনগর) গ্রামের আবদুল আলী শাহ এর ছেলে মোঃ কামাল শাহ ফকির। গাও রামগোপালপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে মোঃ মাহাবুর (৩১),গাও রামগোপালপুর গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে মোঃ রফিক মিয়া(৩৫)সর্ব গৌরীপুর উপজেলার বাসিন্দা। তারাকান্দা থানার বিসকা উদিপাড়া গ্রামের মোঃ শহিদ মিয়ার ছেলে মোঃ সুমান মিয়া(২২)তাদের কে গ্রেফতার করেন।
এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান গৌরীপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জন মাদক মামলা আসামি, ২টি সিআর, ৬টি জিআর ওয়ারন্টেভুক্ত আসামী মোট ১১ জন আসামীকে গ্রেফতার করে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।