মুক্তাগাছা প্রতিনিধি: মুক্তাগাছা উপজেলার বনবাংলা এফ রহমান উচ্চ বিদ্যালয়ের ২০২০ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিদায়ী সংবর্ধনা ও বিদ্যালয় প্রতিষ্ঠাতার নামে মিলাদ মাহফিল সহ নানা আয়োজনের মধ্য দিয়ে এই এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এভার উক্ত বিদ্যালয় থেকে ৬২ জন ছেলে, ৬৩ জন মেয়ে মোট ১২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করিবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার রসুল চৌধুরী সুমন, প্যানেল চেয়ারম্যান মোখলেছুর রহমান (গেদু), মুক্তাগাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান মুশিউর, বিদ্যালয়ের সাবেক সভাপতি রফিকুল হাসনাত মাসুদ চৌধুরী। শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ, কেরামত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সাবেক আহবায়ক মোয়াজ্জেম হোসেন, জামিয়া ইসলামিয়া জমিরিয়ার প্রিন্সিপাল হাফেজ মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।