ধোবাউড়া বার্নার্ড সরকারঃ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়( DAP-DK)লাইসেন্স ছাড়াই অবৈধ ভাবে সার বিক্রির অভিযোগ উঠেছে।
বি.সি.আইসি লাইসেন্স ছাড়াই ডিএপি, এমওপি সার দীর্ঘ দিন যাবৎ বিক্রি করে আসছে।কৃষি অফিস থেকে নিষেধ থাকা সত্বেো কিছু চিন্নিত দুষ্কৃতকারী, কুচক্র মহল নিজেদের প্রতিষ্ঠান হতে মুক্তবাজারে নিজ অর্থনীতির সুযোগ ও স্বার্থে।
অনেক অনুন্নত প্রযুক্তি সংবলিত আমদানি হচ্ছে (DAP-DK) সার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত দেশ গড়ার লক্ষে কাজ নিরলস ভারে কাজ করে যাচ্ছে।তাই কিছু দুষ্কৃতকারীরা দেশ ও দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব সার বাজারে লাইসেন্স বিহীন ভাবে বিক্রয় করছে।তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এসব কুচক্র মহল ব্যবসায়ীদেরকে কঠোর থেকে কঠোর সাজার ব্যবস্থা গ্রহন করা হোক। এই আশা ও প্রত্যাশা সকল ধোবাউড়া বাসীর।