৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ শেরপুর শেরপুরের নকলায় শিক্ষার্থীদের সাথে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মতবিনিময়
১২, অক্টোবর, ২০১৯, ৭:০৬ অপরাহ্ণ -

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ সম্পর্কে ও বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানাতে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। ১২ অক্টোবর শনিবার উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাদরাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবর রহমান, সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান বিদ্যুৎ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা যুব লীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম সোহেল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির ফিরোজ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন ও সদস্য খন্দকার জসিম উদ্দীন মিন্টু, বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী সুপার মাওলানা মো. আখতারুজ্জামান, সহকারী মৌলভী মাওলানা মো. রেজাউল করিম ও মাওলানা মো.ফজলুল করিম, সহকারী শিক্ষক রোকেয়া আক্তার, নূসরাত জাহান নীপা, শওকত আলী, ক্বারী কাজিম উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান খান, মো. জামাল উদ্দিন, খন্ড কালীন শিক্ষক উর্মি, কব্দুল হোসেন, আবুল হোসেন ও আমীন মিয়াসহ অন্যান্য সকল শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।