১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা, ময়মনসিংহ মাঘের শীতে কাঁপছে শহর,পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩০, জানুয়ারি, ২০২০, ৫:৪২ অপরাহ্ণ -

ত্রিশাল সংবাদদাতা:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আজ (২৯ জানুয়ারী) বুধবার সকাল থেকেই সূর্যের দেখা মেলেনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ত্রিশাল বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করে আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বলেন, ‘মেঘ আছে, বাতাসে আর্দ্রতা আছে-এসব কারণে কুয়াশা দেখা যাচ্ছে। আজকে হয়তো সেভাবে রোদ দেখা যাবে না। কারণ পুরো আকাশ মেঘে ঢাকা আছে। এটা হয়তো কালকের (বৃহস্পতিবার) পরে কেটে যাবে। এই আবহাওয়াবিদ বলেন, উপজেলায় সকালের দিকে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। কালকেও হতে পারে। এদিকে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনের শেষ দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া দেশের সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের কুতুবদিয়ায়, যা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, যা ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।