১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা, ময়মনসিংহ ধোবাউড়ায় “মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ
২, ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৭ পূর্বাহ্ণ -

তথ্যপ্রতিদিন বার্নার্ড সরকার ধোবাউড়া উপজেলাঃ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় “মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ তারিখঃ ০১-০২-২০২০-স্থানঃ ধোবাউাড়া বাজার আয়োজনেঃ ধোবাউড়া থানা ইনচার্জ আলী আহম্মেদ মোল্লা,ধোবাউড়া থানা অফিসার (তদন্ত) মোঃ চাঁদ মিয়া।

আজকের অনুষ্ঠানের মূল সুরক্ষায় কেমন করে ব্যবহার করবেন-৯৯৯-জরুরি সেবা। ঠিকানা প্রদানঃ জরুরি সেবা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অপরিহার্য হল সাহার্য্য প্রার্থীর লোকেশন বা ঠিকানার জন্য। অপারেটরকে অযতা সম্ভব আপনার সঠিক অবস্থান জাতীয় জরুরি সেবা-৯৯৯-পরিচিতি-৯৯৯-জরুরি সেবা বাংলাদেশ পুলিশের মাধ্যমে পরিচালিত একটি জরুরি কল সেন্টার। এখন থেকে জরুরি পুলিশ, জরুরি ফায়ার সার্ভিস ও জরুরি এ্যাম্বুলেন্স সেবা প্রধান করা হয়। দেশের যে কোন প্রান্ত থেকে যে কোন ব্যক্তি-৯৯৯-কল করার মাধ্যমে এ সকল জরুরি সেবা গ্রহণ করতে পারবেন। সপ্তাহে-৭-দিন-২৪-ঘন্টা চালু রয়েছে এ সকল জরুরি সেবা সেন্টার-৯৯৯-একটি টোল ফ্রি নাম্বার। এই নাম্বারে কল করার জন্য কলারের কোন টাকা খরচ হয়না।

আগুন লাগলে/কেউ মারাত্বকভাবে আগুনে পুড়ে গেলে। বৈদ্যিতিক শর্টে-সার্কিটহলে/কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে/গ্যাস লাইন লিক হলে। কেউ পানিতে পড়ে/ডুবে গেলে। রাস্তা-ঘাট বা হাটে-বাজারে কোন শিশু হারিয়ে গেলে। কোথাও কোন দুর্ঘনা/এক্সিডেন্ট ঘটলে সড়ক পথে, নৌপথে বা রেলপথে। কোথাও বাল্যবিবাহ হচ্ছে/কোন নারী-শিশু সহিংসতা বা ইভটিজিং-এর শিকার হচ্ছে।

কোন নারী-শিশু ধর্ষণের শিকার হতে যাচ্ছে বা হচ্ছে। কোন নারী-শিশু বা কোন ব্যক্তিকে পাচার/অপহরণ হতে দেখলে। কাউকে আটকে রাখা/নির্যাতন করতে দেখলে। বিচার শালিসে কোন নারী-/পুরুষকে শারীরিক নির্যাতন করা হচ্ছে। কোথাও কোন গৃহকর্মী নির্যাতনের শিকার হচ্ছে।

কোথাও অবৈধ আগ্নেয়াস্ত্র বা মাদক ধরা পরলে/কিন্বা বহন করলে। কোথাও কোন কিছুর গ্যাং বা আঞ্চলিক ডাকাতের/দল। গ্রুপভিত্তিক সংঘর্ষের পরিকল্পনা পরিলক্ষিত হলে। কেউ সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক কোন জমি/স্থাপনা দখল করলে। কোথাও সন্ত্রাসী বা জঙ্গী হামলা হতে যাচ্ছে বা হলে। কোথাও ছিনতাই/চাঁদাবাজি/হচ্ছে। কোথাও ওয়ারেন্টভূক্ত কোন আসামী অবস্থান করছে। কেউ মারাত্বক কোন অপরাধ করলে জরুরি-৯৯৯-ঐ নাম্বারে কলকরুণ।