তথ্য প্রতিদিন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যবসায়ী হেলাল উদ্দিন অপহরণের ঘটনায় দুইজনকে র্যাব আটক করেছে। আটককৃতদের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ তাদেরকে গ্রেফতার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে। গ্রেফতারকৃতরা হলো, আঃ ছাত্তার ওরফে আকাশ ও কাঞ্চন মিয়া।
ঈশ্বরগঞ্জর থানার ওসি মোখলেছুর রহমান জানান, থানার উচাখিলা ইউনিয়নের রাধাভল্লাপুরের ব্যবসায়ী আবুল হাশেমের ছেলে হেলাল উদ্দিন গত ১৮ জানুয়ারী ব্যবসায়ী কাজে বের হয়ে আর বাড়ি ফিরেনি। এর দুইদিন পর ২০ জানুয়ারী পরিবারের পক্ষ থেকে ঈশ্বরগঞ্জ থানায় জিডি নং ৭৫৭ করা হয়। এদিকে একটি মোবাইল ফোনে হেলাল পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা দাবী করা হয়। টাকা নিয়ে অপহরনকারীচক্রের কথা মতে, লক্ষিগঞ্জ বাজারে গেলে ঐ মোবাইল বন্ধ পাওয়া যায়। এদিকে অপহৃত বা নিখোজ হওয়া ব্যবসায়ী হেলাল উদ্দিনকে উদ্ধার করতে ঈশ্বরগঞ্জ পুলিশের পাশাপাশি র্যাব ১৪ অভিযানে নামেন। র্যাব ১৪ ঐ মোবাইলের সুত্র ধরে অভিযান পরিচালনা করে উচাখিলা বাজার থেকে রবিবার শেষ রাতে আঃ ছাত্তার ওরফে আকাশ ও কাঞ্চন মিয়াকে আটক করে। আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদশেষে র্যা ঈশ।বরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ঈশ্বর থানার ওসি মোখরেছুর রহমান আরো জানান, ব্যবসায়ী হেলাল উদ্দিনকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারে থানা পুলিশ ও র্যাব পৃথক অভিযান পরিচালনা করে আসছে। , আঃ ছাত্তার ওরফে আকাশ ও কাঞ্চন মিয়াকে র্যব আকট করে থানায় হস্তান্তর করেছে। গ্রেফতারকৃতরা অপহরণের সাথে জড়িত থাকার কথা স্বিকার করলেও হেলাল কোথায় এবং আর কে কে জড়িত তা বলছেনা। গ্রেফতারকৃতদের নিবীড়ভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাদ্যমে জড়িত অন্যান্যদের তথ্য সংগ্রহ করে এবং অপহৃত হেলালকে দ্রুত উদ্ধারের পদক্ষেপ নিতে গ্রেফতারকৃতদেরকে ৫ দিনের রিমান্ড আবেদন করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়। তবে তিনি আশা করছেন অতি দ্রুত হেলাল উদ্দিনকে উদ্ধার করা সম্ভব হবে।