৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ নেত্রকোনা দুর্গাপুর গাওঁকান্দিয়া ইউনিয়নের ভিজিডি কার্ড অর্থ আত্তসাতের অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।
১২, অক্টোবর, ২০১৯, ৮:১৯ অপরাহ্ণ -

মোঃ মোহন মিয়া , দুর্গাপুর ( নেত্রকোনা ) প্রতিনিধি ।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাওঁকান্দিয়া ইউনিয়নের ভিজিডি কার্ড অর্থ আত্তসাতের অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান আব্দুল মতিন মোতালেব। শনিবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব সভা কক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল মতিন, মোঃ রহিত মিয়া, শাহজাহান, আব্দুল আলি, জয়নাল আবেদিন, রফিক মিয়া, ইদ্রিস আলি, রেহেনা আক্তার সহ ১২ জন। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আব্দুল মতিন মোতালেব তার লিখিত বক্তব্যে বলেন। সরকারী বিধীমোতাবেক ভিজিডি কার্ড বিতরনে নির্দেশ মোতাবেক ৯ টি ওর্য়াড থেকে ২৫৫ জন মহিলাদের ঠিকানা বাছাই কৃত তালিকা চুড়ান্ত কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহি অফিসারের কাছে তালিকা প্রদান করি। তালিকা টি অনলাইনে পাওয়ার পর নামের তালিকায় কিছু কিছু অসঙ্গতি ধরা পরে। এ ভূল অনলাইনের । আমরা তাৎক্ষনিক উপজেলা নির্বাহি অফিসারের কাছে বিষয় টি অবগতি করি। পরে ইউএনওর নির্দেশে গত ১৪/০৬/২০১৯ আমার পরিষদ নিয়ে যাচাই বাছাই পূর্বক ভূল সংশোধন রেজুলেশনের মাধ্যমে পুনঃ লিপিবদ্ধ করে তালিকা জমা দেই। উল্লেখ ভূল ধরার পর আমি কোন মালামাল বিতরন করিনাই। পরবর্তিতে সংশোধিত তালিকা চুড়ান্ত হওয়ার পর গত ৬ মাসের বরাদ্দকৃত চাউল সুষ্ঠ ভাবে বিতরন করি। কাজেই আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ন মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। আমি মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।