মোঃ আলী হায়দার বিশেষ প্রতিনিধি
নান্দাইল উপজেলায় দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসা ছাত্র সাইফুল্লাহ আল মাসুম (১৮) মারা গেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সাভার কমিউনিটি ক্লিনিকের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মাসুম তসরা গ্রামের শামছুল হক ফকিরের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুম একটি মাদ্রাসার ¯স্নাতক শ্রেণির ছাত্র। তাঁর বাবা শামছুল হক ফকির উপজেলার শেরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। তিনি নান্দাইল পৌরসভার চারিআনিপাড়া মহল্লায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সোমবার মাসুম মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়িতে যান। ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে মহাসড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথে তাঁর মৃত্যু হয়।
নান্দাইল হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, ঘাতক ট্রাককে আটক করা যায়নি। মডেল থানার ওসি মনসুর আহমেদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কিছু জানানো হয়নি।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল