তারাকান্দা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়
” নিয়ম মেনে অবকাঠামো গড়ি , জীবন ও সম্পদের ঝুকির হ্রাস কমায় ” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস উপলক্ষে (১৩ অক্টোবর)রবিবার তারাকান্দা থানা প্রঙ্গন চত্বর থেকে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত র্যালী থানা চত্বর থেকে বের হয়ে তারাকান্দার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা চতত্বরে অলোচনা সভায় বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ফজলুল হক , ভাইস চেয়ারল্যান নজরুল ইসলাম নয়ন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম , ওসি (তদন্ত)আবুল খায়ের,একাডেমিক সুপারবাইজার সুদন কুমার বিশ্বাস,ইউপি চেয়ারম্যান মশিউর রহমান রিপন,রেজাউল করিম দুদু ,উপ সহকারি প্রকৌশলী রফিকুল ইসলাম , অফিস সহকারী মো: রনজু মিয়া, সোহেল প্রমূখ । আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসটি বিষেশ গুরুত্ব বহন করে, প্রকৃতিক ও মানব সৃষ্টি যেসব সংকটময় পরিস্থিতি স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে , যেমন ভূমিকম্প , বন্যা ,মহামারী, জলাচ্ছাস ,খরা ঘূনিঝড় সহ পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে । সেগুলো দমন নিবারনের লক্ষে দিবটি পালিত হয় ।