শামীম খান গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় অনন্ত সাগর দীঘির পাড়ে মিনি পার্ক এবং গোরস্থান জান্নাতুল বাকী ও পৌর শ্মশান নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) এ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন গৌরীপুর পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, পৌর কাউন্সিলর মোঃ নাজিম উদ্দিন, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মদন মোহন দাস, পিলু ঘোষ, ছাত্রলীগ নেতা মাসুদ মিয়া, যুবলীগ নেতা সুখ মিয়া প্রমুখ।
মদন মোহন দাস জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আর্থিক বরাদ্দে এ কাজগুলোর নির্মাণ কাজ বাস্তবায়ন করবে পৌরসভা।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল