১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা মুক্তাগাছায় ভাষা ও পিতা ”কুইজ প্রতিযোগিতা
৪, মার্চ, ২০২০, ৬:৫৭ অপরাহ্ণ -

মুক্তাগাছা প্রতিনিধি : মুক্তাগাছায় বুধবার সকালে শহীদ হযরত অডিটোরিয়ামে ভাষা ও পিতা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকারের সভাপতিত্বে বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলহাজ্ব কে এম খালিদ এমপি মহোদয়।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব উল আহসান, সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী প্রমুখ।