শামীম খান সহসম্পাদকঃ
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা জামায়াতে ইসলামী শাখার সাবেক আমীর আবু বকর সিদ্দিক (৬৮)সহ ৩ জনকে গ্রেফতার করেছে করেছে পুলিশ।
গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর অপর দুই সদস্য হলেন উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাও গ্রামের হযরত আলীর দুই ছেলে মোসলেম উদ্দিন (৩২) মোতালেব হোসেন (২৮)।
সোমবার দুপুরে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন রোববার গভীর রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের সিংজানি গ্রামের মোসলেম উদ্দিনের বাড়িতে জামায়াত-শিবিরের গোপন বৈঠক চলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের সাবেক আমীর সহ ৩ জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে সগঠনের বই ও লিফলেট উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। আসামীদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।