১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর কর্মহীন ও অসহায় মানুষের পাশে তিতুমীর কলেজ ছাত্রলীগ
৩০, এপ্রিল, ২০২০, ১২:০৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই লক্ষে
তিতুমীর কলেজের ছাত্রলীগ কর্মী সৈয়দ রাফসান জানি অভি বলেন ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি সব সময়। কর্মহীন ও অসহায় মানুষ যারা খাদ্য সংকটে আছেন তাদেরকে আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের দিক নির্দেশনায় ও সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়া ও সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল এর পরামর্শে আমরা সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ কর্মীরা বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছি। তার ধারাবাহিকতায় ময়মনসিংহ বিভাগের গৌরীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এ ৯০টি পরিবার এর মাঝে ত্রাণ সহায়তা কার্যক্রম করেছি।
যা পরবর্তীতেও অব্যহত থাকবে।