১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুর আর.কে স্কুলের ১০৯ বছর পূর্তিতে অসহায়দের আর্থিক সহায়তা
১৯, মে, ২০২০, ৯:৫৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহের ঐতিহ্যবাহী আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০৯ বছর পূর্তিতে স্কুলের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে করোনা সংকট মোকাবেলায় ১০৯ জন অসহায় ও দুস্থ মানুষকে ১০৯ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

সোমবার (১৮ মে) বেলা ১১ টায় স্কুল প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে তালিকাভুক্তদের মাঝে এক হাজার টাকা করে বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর।
এ তহবিল সংগ্রহ এবং বিতরণ কমিটির আহবায়ক স্কুলের শিক্ষক ও প্রাক্তন ছাত্র বদরুল আলম সোহেল জানান, জমিদার রাজেন্দ্র কিশোর রায়ের নামে ১৯১১ সনে এ স্কুলটি স্থাপিত হয়। সেই থেকে এ অঞ্চলে শিক্ষার প্রসারের ক্ষেত্রে এই স্কুলটি বিশেষ অবদান রেখে আসছে। তাই স্কুলের ১০৯ বছর পূর্তিতে করোনা সংকট মোকাবেলায় অসহায় ও দুস্থদের আর্থিক সহায়তা দিতে তহবিল সংগ্রহ ও বিতরণের জন্য ১৫ দিন আগে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটিতে সদস্য সচিব হিসেবে স্কুলের প্রাক্তন ছাত্র সুশান্ত সাহা প্রেমু, কোষাধ্যক্ষ হিসেবে ইমন সরকার ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন স্কুলের ফেসবুক গ্রুপের সকল এডমিন ও মডারেটরগন।

তিনি বলেন, তহবিলের ১০৯ লক্ষ টাকা স্কুলের প্রাক্তর ছাত্রদের কাছে থেকে সংগ্রহ করে স্কুলের প্রাক্তন দরিদ্র ছাত্র, তাদের পরিবার সংশ্লিষ্ট দুস্থ মানুষ ও স্কুলের অসহায় কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়েছে।
স্কুলের প্রাক্তন ছাত্র পৌর কাউন্সিলর মোঃ নাজিম উদ্দিন ও প্রাক্তন ছাত্র নুরুজ্জামান সোহেলের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, তহবিল সংগ্রহ ও বিতরণ কমিটির আহবায়ক স্কুলের শিক্ষক ও প্রাক্তন ছাত্র বদরুল আলম সোহেল, সদস্য সচিব প্রাক্তন ছাত্র সুশান্ত সাহা প্রেমু, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্কুলের প্রাক্তন ছাত্র মশিউর রহমান কাউসার।

এতে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর আবু সাঈদ মোঃ ফারুকুজ্জামান, স্কুলের শিক্ষক শাহজাহান কবির, আব্দুল মালেক, জাহিদুল আলম, বিজন চন্দ্র ভট্রাচার্য্য, স্কুলের প্রাক্তন ছাত্র জনি হামিদ, নাজিমুল ইসলাম শুভ, মোঃ যোবায়ের হোসেন প্রমুখ।