১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, রাজনীতি সাবেক মন্ত্রী নাসিমের মৃত্যুতে জাতি এক দেশপ্রেমিক রাজনীতিবিধকে হারাল।। যুবলীগ নেতা এইচ এম ফারুক।।
১৩, জুন, ২০২০, ৬:১৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে জাতি এক দেশপ্রেমিক রাজনীতিবিদ কে হারাল বলে মন্তব্য করেছে ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, তরুণ জনবান্ধব রাজনীতিবিদ এইচ এম ফারুক । শনিবার তিনি এক শোকবার্তায় এ মন্তব্য করেন।

মোহাম্মদ নাসিমের প্রতি গভীর শোক জানিয়ে যুবলীগ নেতা বলেন, জাতীয় চারনেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর সন্তান সাবেক ডাক ও টেলিযোগাযোগ, গৃহায়ণ ও গণপূর্ত, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মোহাম্মদ নাসিম গণতন্ত্র, দেশ, দল, জনগণসহ মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে যে অবদান রেখেছেন জাতি তা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার মৃত্যুতে একজন নিবেদিতপ্রাণ রাজনীতিককে হারাল বাংলাদেশ।

তিনি বলেন, জীবদ্দশায় দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ নাসিম। তাঁর বাবা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী যেভাবে বঙ্গবন্ধুর পাশে থেকে দেশের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। একইভাবে আমৃত্যু দেশের পক্ষে কাজ করেছেন মোহাম্মদ নাসিম। তাঁর এই ত্যাগ দেশের প্রত্যেক রাজনীতিবিদের জন্যে শিক্ষাস্বরূপ। তাঁর মৃত্যুতে জাতি এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল।

এর আগে শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মোহাম্মদ নাসিম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।