১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ শিক্ষা অধ্যাপক ডা. আবুল হোসাইনের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
১৯, জুলাই, ২০২০, ৬:৫৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবুল হোসাইন খান চৌধুরীর মৃত্যুতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি শোক জানিয়েছেন।

শনিবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক ডা. আবুল হোসাইন করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা যান।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো বিবৃতিতে বলা হয়, তার মৃত্যুতে শিক্ষামন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

 

সুত্র, mp news