১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, রাজনীতি এডভোকেসি ফোরাম ময়মনসিংহের উদ্যোগে ”নো মাস্ক, নো সেল” বাস্তবায়নে অনলাইন পরিকল্পনা সভা অনুষ্ঠিত।।
২২, জুলাই, ২০২০, ৮:০৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত এডভোকেসী ফোরাম,ময়মনসিংহের অনলাইন পরিকল্পনা সভা অদ্য ২২ জুলাই’২০ বুধবার অনুষ্ঠিত হয়।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পলিটিকাল ফেলো ও মাস্টার ট্রেইনারগণ,সামাজিক সংগঠক ও সাংবাদিকগণের সমন্বয়ে গঠিত এডভোকেসি ফোরাম ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় বৈশ্বিক মহামারী করোনাভাইরাস জনিত রোগ কোভিড-১৯ সংক্রমন রোধে ” নো মাস্ক,নো সেল ” কর্মসূচী বাস্তবায়নে বিশদ আলোচনা ও সুপারিশমালা উপস্থাপন করা হয়।

“নো মাস্ক নো সেল ” কর্মসূচী বাস্তায়নে গৃহীত সিদ্ধান্তসমূহ:-
“নো মাস্ক, নো সেল” বাস্তবায়নের জন্য তিনটি প্রতিষ্ঠানের সাথে কাজ করা, প্রতিষ্ঠান তিনটি হলো- ময়মনসিংহ জেলা প্রশাসন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজ,ময়মনসিংহ।

 উক্ত প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের সাথে এডভোকেসি ফোরাম,ময়মনসিংহ; আলোচনা করবে এবং সুপারিশ সম্বলিত একটি আবেদন/স্মারকলিপি প্রদান করবে।
 এডভোকেসি ফোরামের সদস্যবৃন্দকে তিনটি ভাগে বিভক্ত হয়ে কাজ করলে করোনাকালীন সময়ে স্বাস্থবিধি মেনে কাজ করা সহজ হবে বলে অললাইন আলোচনা সভায় সবাই উপস্থিত টিমের সদস্যবৃন্দ একমত পোষণ করে।
 তিনটি প্রতিষ্ঠানের সাথে কাজ করার জন্য প্রতিটি টিমে একজন করে সমন্বয়কারী এবং ৫ জন করে সদস্য নির্ধারন করা হয়।

টিমসমূহ:-

 সুমন চন্দ্র ঘোষ- সম্বয়কারী, নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম (ডিসি-অফিসের সাথে সমন্বয় করার জন্য)
– জাহিদ হোসেন উৎপল, সদস্য , নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ ;
– বাবলি আকন্দ, সদস্য, নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ;
– মাহমুদা হোসেন মলি, সদস্য, নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ ;
– ওয়াহিদুজ্জামান আরজু, সদস্য, , নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ ;
– এনামুল হক মন্ডল শাহিন, সদস্য, নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ;

 ফরিদা ইয়াসমিন পারভীন, সমন্বয়কারী, নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ (সিটি কর্পোরেশনে সমন্বয় করার জন্য)
– স্বাধীন চৌধুরী, সদস্য, নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ
– রফিকুল ইসলাম রতন, সদস্য, নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ ;
– জামাল উদ্দিন, সদস্য, , নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ;
– ফারিয়া তাসনিম তিথি, সদস্য, নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ
– শরীফ উদ্দিন, সদস্য, নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ;

 শারমিন আক্তার লাকী, সমন্বয়কারী, নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ (দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজ,ময়মনসিংহ -এর সাথে কাজ করার জন্য)
– আব্দুল কাদের চৌধুরী মুন্না, সদস্য,নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ;
– মোস্তাফিজুর বাশার ভাসানী, সদস্য, নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ;
– শহীদ আমিনী রুমি, সদস্য , নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ;
– মাহবুব আলম মামুন, সদস্য, নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ;
– তাসলিমা মাহজিবন জেবিন, সদস্য , নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ;

 প্রতিটি টিমের সমম্বয়কারীর সাথে টিমের সদস্যদের সাথে আলোচনা করে তাদের কার্যক্রম ঠিক করবে, তবে সাধারনত সকল টিমের জন্যই যে কাজগুলি করা প্রয়োজন তাহলো-
– সুপারিশমালা সম্বলিত একটি আবেদনপত্র তৈরি এবং তা কর্তৃপক্ষকে প্রদান করা, তাদের সাথে আলোচনা করা।
– মাইকিং করা (কর্তৃপক্ষ দিয়ে মাইকিং করানো)
– লিফলেট ক্যাম্পেইন
– প্লে-কার্ড নিয়ে শপিং মল/মার্কেট/গরুর হাট/বাজার-এর সামনে ক্যাম্পইন পরিচালনা করা
– মাস্ক বিতরনের মাধ্যমে ক্যাম্পেইন করা ইত্যাদি।
‘নো মাস্ক নো সেল ” ক্যাম্পেইন বাস্তবায়নে ভার্চুয়াল আলোচনা সভা সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাশনালের রিজিউনাল ম্যানেজার নার্গিস আক্তার ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের রিজিউনাল কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিক।