১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা রাজধানীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
৩, সেপ্টেম্বর, ২০২০, ৫:৪৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

রাজধানীর শনির আখড়া এলাকা থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কদমতলী থানা পুলিশ।

গ্রেফতারকৃত হলেন, মোসাঃ হোসনে আরা (৫০) ।

১ সেপ্টেম্বর, ২০২০ (মঙ্গলবার) ১৭:৫০ টায় কদমতলী থানার শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কদমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন মীর পিপিএম ডিএমপি নিউজকে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী ও রাজধানীর বিভিন্ন স্থানে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু হয়েছে বলেও তিনি জানান।