১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ রংপুর ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে অপহরণের ৪৪ দিন পর উদ্ধার  স্কুলছাত্রী ।
৭, সেপ্টেম্বর, ২০২০, ৮:২২ অপরাহ্ণ - প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় কোচিং যাওয়ার পথে অপহরণ হওয়া স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। ঠাকুরগাঁও ডিবি পুলিশ ৪ সেপ্টেম্বর শুক্রবার তাকে ঢাকার কদমতলী থানাধীন মহম্মদবাগ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ৫ সেপ্টেম্বর শনিবার স্কুলছাত্রীকে ডাক্তারী পরীক্ষা শেষে আদালতে হাজির করা হয় বলে জানান ,ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম।  তিনি জানান, গত ২৩ জুলাই বাড়ি থেকে কোচিং যাওয়ার সময় অপহরণ হয় বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ পাড়িয়া গ্রামের সাহাজত আলীর মেয়ে মৌসুমি আক্তার (১৬)। পরে স্কুলছাত্রীর মা গুলেফা বেগম বাদী হয়ে পাড়িয়া গ্রামের শংকর চন্দ্র সাহার ছেলে অমূল্য চন্দ্র সাহা ও তার ভাই সহ ৪ জনের নাম উল্লেখ করে বালিয়াডাঙ্গী থানায় ২৮ জুলাই একটি মামলা দায়ের করেন। পরে মামলা দায়েরের এক মাস অতিবাহিত হলেও অগ্রগতি না হওয়ার কারণে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের নির্দেশে মামলাটি ডিবি কার্যালয়ে স্থানান্তর করা হয়। মামলা দায়িত্ব পান এস,আই রবিউল ইসলাম। এস,আই রবিউল ইসলাম জানান, মোবাইলে ট্রাকিং করে এলাকায় ছদ্মবেশে দু’দিন ঘুরোঘুরি করার পর স্কুলছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হই।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত নিয়ে চাচা ও ভাতিজার সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় চাচার মৃত্যু !

রংপুর জেলার পীরগাছার চাঞ্চল্যকর যুবকের ফেইসবুক লাইভে এসে আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় ০৪ জন আসামীকে সাভার এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‍্যাব ৪ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ।

সাইকেল চালিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ যাত্রা দুই তরুণের

ঠাকুরগাঁওয়ে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা — সভাপতি- আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক–হিমুন সরকার।

ঠাকুরগাঁওয়ে করোনা রোগীদের চিকিৎসায় সংযোগ‘-কানেকটিং পিপলের  অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর ।