নদী গর্ভে চলে গেছে ময়ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের ভাবখালী পুরাতন বাজারের দক্ষিণে বেশ কয়েকটিপরিবার ও ভাঙ্গনের মুখে পড়েছে ভাবখালী বাজারের দক্ষিণ পাশ্ববর্তী এলাকাবাসী। এলাকার প্রায় দেড় শতাদিক পরিবারের বেশী বাড়ীঘর ভাঙ্গন আশঙ্কায় রয়েছে।
নদী ভাঙ্গন ঠেকাতে জরুরী ভিত্তিতে ব্রম্মপুত্র নদের পাড় দিয়ে ভাঙ্গন প্রতিরোধে জরুরী ভিত্তিতে বেড়িবাধ নির্মাণ করা প্রয়োজন বলে দাবী করেছে এলাকাবাসী। এলাকাবাসীর দাবী জরুরী ভিত্তিতে নদের পাড়ে সিসি ব্লক অথবা বেড়িবাধ নির্মাণ করা না হলে নদীর এই ক্ষতিগ্রস্ত দেড় শতাদিক পরিবার ময়মনসিংহ সদরের জাতীয় সংসদ সদস্য ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষে ১৬ই সেপ্টেম্বর বুধবার বিকালে ময়মনসিংহ সদর উপজেলার অবহেলিত ভাবখালী ইউনিয়নে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ,সাধারন সম্পাদক আব্দুল আউয়াল সেলিম,সিনিয়র যুগ্ন সাধরন সম্পাদক ও জেলা জাতীয় পার্টির অর্থ সম্পাদক শরীফুল ইসলাম খোকন, জাতীয় তরুণ পার্টি ময়মনসিংহ জেলার আহবায়ক কাউসার আহমেদসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ। এসময় তাদের সাথে ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ বলেন, যতদ্রুত সম্ভব এই ভাঙ্গন প্রতিরোধে মাননীয় বিরোধী দলীয় নেতাকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরে মহাগর জাতীয় পার্টির মহানগর সভাপতি জাহাঙ্গীর আহমেদ তার ফোনে ঘটনাস্থলেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিরোধী দলীয় নেতার সাথে যোগাযোগ করলে তিনি ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন। বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এসময় টেলি কনফারেন্সে দ্রুত সময়ের মাঝে নদী ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাহায্য দেওয়ার আশ্বাস প্রদান করেন।