১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর প্রধানমন্ত্রীর জন্মদিনে গৌরীপুরে পৌর আওয়ামীলীগের দোয়া-মাহফিল
২৯, সেপ্টেম্বর, ২০২০, ১১:০৬ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর জন্মদিনে গৌরীপুরে পৌর আওয়ামীলীগের দোয়া-মাহফিলজাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে সোমবার বাদ মাগরিব পৌর আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।

গৌরীপুর পৌর সভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দীপুর সঞ্চালনায় আলোচনা সভায় পৌর আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি/ সাধারণ সম্পাদকসহ আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

পৌর আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থক এ দোয়া-মাহফিলে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।