গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রোকনাকান্ধা গ্রামের বাসিন্দা আব্দুল হেকিম । তার মেয়ে চম্পা আক্তার (১৭) স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষায় অকৃতকার্য ছাত্রী। পাশের গ্রামের এক যুবকের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেন তিনি। বিয়ের সব আয়োজন সম্পন্ন।
শুক্রবার (২ অক্টোবর) বিয়ের দিনক্ষণ ঠিক রেখে বর ও কনে পক্ষ প্রস্তুতি নিয়েছিল।
তবে বাল্য বিয়ে হতে দেখে সকালে মহিলা বিষয়ক অধিদফতরের হেল্পলাইন ১০৯ নম্বরে কল করে বিষয়টি অবগত করেন স্থানীয় ব্যক্তি পরে মহিলা অধিদফতর থেকে সঙ্গে সঙ্গে গৌরীপুর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদুর রহমানকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
দুপুরে পুলিশ ফোর্সসহ মেয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হন ইউএনও। বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে কনের বাবাসহ সবাই পালিয়ে যান। পরে ইউএনও দুই পক্ষকে বিয়ে থেকে বিরত থাকার নির্দেশ দেন।
জানতে চাইলে গৌরীপুর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান বেলা ১২ টার দিকে মহিলা বিষয়ক অধিদফতর থেকে আমাকে ফোনে বিষয়টি জানানো হয়। এলাকায় গিয়ে পক্ষকে নিয়ে বসে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। মেয়ে পক্ষ দরিদ্র হওয়ায় কোন জরিমানা করা হয়নি।