১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা সকল সেবা সুনিশ্চিত করে, স্বচ্ছতা ও জবাবদিহিতামোলক ইউনিয়ন গড়তে চাই।।হবিরবাড়ীতে সোহেল খান।।
২২, অক্টোবর, ২০২০, ১১:১৪ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

আরিফ রববানী,

আসন্ন ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতিক নৌকা নিয়ে নির্বাচন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, সকলের প্রিয় মানুষ ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি মাজহারুল আনোয়ার সোহেল খান।

তিনি বলেন, “ আমাদেরকে একটি সুন্দর, সুশাসিত, উন্নত, ঐতিহ্যবাহী, হবিরবাড়ী ইউনিয়ন গড়ার পথে নতুন যাত্রা শুরু করতে হবে । চেয়ারম্যান পদে মনোনীত ও নির্বাচিত হলে, প্রিয় এই ইউনিয়ন কে পুনরুজ্জীবিত করতে ইউনিয়নবাসীর মতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকলকে সাথে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ ।

তিনি আরো বলেন, “মানুষের ভালবাসা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, আর এই ভালবাসা নিয়েই মানুষের মাঝে বেঁচে থাকতে চাই।” হবিরবাড়ী ইউনিয়নের দীর্ঘ দিনের অনিয়ম, দূর্নীতি, স্বজনপ্রীতি সহ সকল জরাজীর্ণতা কে মুছে দিয়ে এলাকার ব্যাপক উন্নয়ন পরিকল্পনায় হবিরবারী কে একটি আধুনিক ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।

সবুজায়ন সহ নাগরিক সকল সুবিধা সুনিশ্চিত করে, ইউনিয়নের সকল কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে চাই, ইউনিয়নকে একটি স্বায়ত্তশাসিত সত্যিকারে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার একমাত্র লক্ষ্য।

ইউনিয়নের মানুষ আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে আমি প্রথমেই শিল্প এলাকা হবিরবাড়ীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা ও বনের মিথ্যা মামলা থেকে ইউনিয়নের সাধারন মানুষকে রক্ষা করার চেষ্টা চালাবো।

যা ২৪ ঘন্টা ইউনিয়নবাসীর সেবায় বিনামূল্যে নিয়োজিত থাকবে। আধুনিক ড্রেনেজ ব্যবস্থা সহ উন্নত সড়ক বিনির্মাণ করে জনকল্যাণমুলক প্রকল্প নির্মাণে বিভিন্ন সীমাবদ্ধতা চিহ্নিত করে কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করার উদ্দেশ্যে একটি বৃহত পরিকল্পনা গ্রহন করেছি।

বর্তমানে তৃনমূল থেকে উঠে আসা সাবেক ছাত্রলীগ নেতা মাজহারুল আনোয়ার সোহেল খান দলীয় মনোনয়ন নিয়ে হবিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে ব্যাপক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

এ ব্যাপারে তিনি বলেন, ” আমাকে ঘিরে যারা স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন গুলো বাস্তবায়িত করতে আমাকে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। ”

ইউনিয়নের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা যায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড,মোয়াজ্জেম হোসেন বাবুল ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দীন আহমেদ ধনু এর আস্থাভাজন হিসেবে মাজহারুল আনোয়ার সোহেল খান প্রচুর জনকল্যান, সেবাধর্মী ও সংস্কারমুলক এবং ধর্মীয় কাজের মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।

তার অনুরাগীরা বলেন, “সুদক্ষ,ত্যগী সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে সোহেল খান ভাইয়ের কোন বিকল্প নেই।”

মাজহারুল আনোয়ার সোহেল খান আরও বলেন, ” জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে আমার নেতা এড.মোয়াজ্জেম হোসেন বাবুল ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দীন ধনু এর নির্দেশনা নিয়ে আমরা যদি সকলে উদ্যোগী হয়ে প্রসারিত দৃষ্টিভঙ্গি এবং ইতিবাচক মনোভাব নিয়ে এই ইউনিয়ন বিনির্মাণে অংশগ্রহণ করি তবে অবশ্যই এই ইউনিয়নে বহু দৃশ্যমান পরিবর্তন আসবে, পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ইউনিয়ন গড়ে উঠবে যার নেতৃত্বে থাকবে সাধারণ জনগণ, আমি এই পথ চলায় তাদের সাথে থাকতে চাই।”

এছাড়াও তিনি মাদক ও সন্ত্রাস নির্মূল, জুয়া, কিশোর অপরাধ, নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে কাজ করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।