১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর মাদক সেবন সংরক্ষণের দায়ে দুই জনের কারাদণ্ড
১০, নভেম্বর, ২০২০, ৬:২৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুর
ময়মনসিংহের গৌরীপুরে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সেবন ও সংরক্ষণের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার তাঁতকুড়া গ্রামের ফজলুল হকের ছেলে হান্নান মিয়াকে (২৬) এক বছর ও নতুন বাজার এলাকার মৃত মনিন্দ্র চন্দ্র বিশ্বশমার্র ছেলে গৌরাঙ্গ চন্দ্র বিশ্বশমার্ (৫৫) ছয় মাস। এছাড়াও দুজনের প্রত্যেককে এক হাজার টাকার করে অর্থদণ্ড ও অনাদায়ে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এর আগে মঙ্গলবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাঁতকুড়া ও নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। পরে উপজেলা প্রশাসন চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের কারাদণ্ড দেয়া হয়।
উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।