১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে যুবলীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপিত
১১, নভেম্বর, ২০২০, ১১:২৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুর

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুবলীগের উদ্যোগে (১১ নভেম্বর) জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সানাউল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মোঃ আব্দুল কাদির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সাদেকুর রহমান সেলিম, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি, রামগোপালপুর যুবলীগের আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান নয়ন, যুবলীগ নেতা আশরাফুল করিম নিউটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি উত্তম সরকার প্রমুখ।