১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর পৌর নির্বাচনে প্রার্থী হিসাবে শফিকুল ইসলাম হবি র মতবিনিময় সভা।
২৮, নভেম্বর, ২০২০, ৬:৪৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

মোঃ আবুসাঈদ খানঃ

আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য, গৌরীপুরের উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সাবেক মেয়র মোঃ শফিকুল ইসলাম হবি, (২৭ নভেম্বর) ২০২০ রাত ৮টায় মধ্যবাজারস্থ, হারুন পার্ক সংলগ্ন তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় ।

উক্ত সভায় গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ম.নূরুল ইসলাম র সভাপতিত্বে ও গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান কাউসার র সঞ্চালনায় ‘করোনার ২য় ঢেউ মোকাবেলায় গৌরীপুরে সচেতনতা বৃদ্ধি, করণীয় শীর্ষক’ ও ‘মেয়র প্রার্থী’ হিসেবে স্থানীয় সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন ।মতবিনিময় সভায় মেয়র প্রার্থী শফিকুল ইসলাম হবি বলেন, করোনার ২য় ঢেউ মোকেবেলায় সরকার যে সচেতনমূলক কর্মসূচী গ্রহণ করেছেন তা সাংবাদিকগণ সংবাদমাধ্যমগুলোতে প্রচার করে জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন, এগুলো মেনে চলার পাশাপাশি তিনি সবাইকে মাক্স পরিধানে পূর্বক সচেতন করার আহবান জানান । এসময় তিনি আরও বলেন, আমি মেয়র থাকাকালীন গৌরীপুর পৌরসভার যে সকল উন্নয়ন করেছি তা বিগত ১০ বছরে করা হয়নি। আমি মুক্তিযোদ্ধাদেরকে পৌরসভার হোল্ডিং ট্যাক্স মওকুব করেছি। মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে স্মৃতিসৌধ বিজয়’৭১ নির্মাণ করেছি। গৌরীপুর পৌরসভার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সকল ধর্মীয় মানুষের কল্যানে জন্য সন্ত্রাসী চুরি ছিনতাই ও মাদকামুক্ত, সমাজ গঠনে সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ও পৌরসভার সর্বস্তরের জনগণের সেবা করার জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমার বিশ্বাস দলীয় মনোনয়ন পেলে বিগত দিনের উন্নয়ন কর্মকান্ডের জন্যে পৌরবাসীগণ আমাকে মেয়র নির্বাচিত করবেন। তিনি আরো বলেন, আমি মেয়র নির্বাচিত হলে পৌরসভাকে দুর্নীতি, সন্ত্রাসী চুরি ছিনতাই, নারী নির্যাতন মুক্ত ও সাংস্কৃতিক কর্মকান্ড, খেলাধূলার ব্যবস্থা করাসহ পরিবেশবান্ধব পৌরসভা গড়বো, এমনকি পৌরসভার যে সকল সরকারী খাল দখল রহিয়াছে তা মুক্ত করার চেষ্টা করবো, যানজট নিরসন করবো, গ্যাস সংযোগের ব্যবস্থা করবো, সুষ্ঠুভাবে ড্রেনের ব্যবস্থা করবো, রাস্তার যে সংকট রয়েছে তা দূরীভূত করবো ও স্বনির্ভর পৌরসভা হিসেবে গড়বো এবং ১ম শ্রেণীর পৌরসভা হিসেবে নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করার জোড় প্রচেষ্টা চালাবো। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।এ মত-বিনিময় সভায় উপস্থিত ছিলেন, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ছড়াকার আজম জহিরুল ইসলাম, সাবেক সভাপতি এডভোকেট জসিম উদ্দিন আহমেদ,

রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ রায়হান উদ্দিন সরকার,
সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খান আবুসাঈদসহ
উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ প্রমূখঃ