১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে সাংবাদিকদের সাথে স্বতন্ত্র মেয়র প্রার্থীর আবু কাউসার চৌধুরীর মতবিনিময়
২০, জানুয়ারি, ২০২১, ৭:০৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান,গৌরীপুরঃ

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নির্বাচনে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য, গৌরীপুর সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক, গৌরীপুর প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র মেয়র পদে (চামচ) প্রতীকের প্রার্থী আবু কাউসার চৌধুরী রন্টির বুধবার (২০ জানুয়ারী) বিকাল ৫টায় গৌরীপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে গৌরীপুর প্রেসকাব মিলনায়তনে মতবিনিময় করেছেন।
গৌরীপুর প্রেসকাবের আহবায়ক এইচএম খায়রুল বাসারের সভাপতিত্বে ও সদস্য-সচিব মশিউর রহমান কাউসারের সঞ্চলনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আবু কাউসার চৌধুরী রন্টি বলেন, পৌরসভার মেয়র নির্বাচিত হলে শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, যানজট নিরসন, শিশু পার্ক নির্মাণ, সাংস্কৃতিক কার্যক্রমে পৃষ্ঠপোষকতা, মাদকমুক্ত করাসহ একটি ডিজিটাল আধুনিক পৌরসভা গড়ে তুলবো।###