১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে অগ্নিকান্ড ৭ দোকান পুড়ে ছাই
১১, ফেব্রুয়ারি, ২০২১, ১২:২২ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুরঃ

 

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গাজীপুরে ময়মনসিংহের সর্ববৃহৎ মাছের বাজারে মঙ্গলবার (৯ ফেব্রæয়াারি) গভীররাতে অগ্নিকান্ড ঘটে।
এ অগ্নিকান্ডে ৭টি দোকানে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ভস্মিভূত হয়। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট টিম প্রায় একঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মোঃ জয়নাল আবেদিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডে বিপুল মিয়া, হাতেম আলী, বরকত আলী, রূপচান মিয়া, খেজমত আলীর মাছের আড়ৎ ও ফজলু মিয়ার বরফকল ভস্মিভূত হয়ে যায়।
এছাড়াও আবু বক্কর সিদ্দিকের পুত্র বরকত উল্লাহ মঙ্গলবার বিকালে মেসার্স মা এন্টারপ্রাইজ নামের একটি দোকানের উদ্বোধন করেন। বিশ^বিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রীধারী আত্মকর্মসংস্থানের জন্য ব্র্যাক ব্যাংক থেকে ২লাখ টাকা ঋণ ও নিজস্ব অর্থায়নে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নের শুরু করেছিলেন। এ বিষয়ে তিনি বলেন, আগুন আমার প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নকে কেড়ে নিয়েছে।###