১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর রাতে রাস্তায় ঘুরে ঘুরে সেহেরির খাবার দিলেন ছাত্রলীগ নেতা জুয়েল
২৫, এপ্রিল, ২০২১, ২:০৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান (ময়মনসিংহ) প্রতিনিধি :

করোনাকালে লকডাউনে কর্মহীন সুবিধা বঞ্চিত অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে রমযান মাসে সেহেরির রান্না করা খাবার বিতরনের উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা এইচ এম জুয়েল রানা। শুক্রবার (২৩ এপ্রিল) দিনগত রাতে ময়মনসিংহ শহরে রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন পয়েন্টে মানুষের হাতে খাবারের প্যাকেট হাতে তুলে দিয়ে এ কর্মসূচী শুরু করেন তিনি। পুরো রমযান মাস চলবে এই ছাত্রলীগ নেতার এ খাবার বিতরন কর্মসূচী।
জুয়েল রানা জানান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়ের নির্দেশনা ও সহ সভাপতি তানজিদুল শিমুলের পরামর্শে তিনি এ উদ্যোগ হাতে নিয়েছেন। #