১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুর পৌরসভায় ভিজিএফ’র টাকা বিতরণ করলেন মেয়র ও ইউএনও
১২, মে, ২০২১, ১:০১ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান, গৌরীপুরঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে (ভিজিএফ) কর্মসূচির আওতায় ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় উপকারভোগীদের মাঝে নগদ ৪৫০ টাকা বিতরণ শুরু হয়েছে।

বুধবার পৌরসভা কার্যালয়ে অতিথি থেকে মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মারুফ ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের উপকারভোগীদের ভিজিএফ’র টাকা বিতরণ করেন।
এর আগে মঙ্গলবার সকালে পৌরসভা কার্যালয়ে ভিজিএফ’র টাকা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ নাজিম উদ্দিন, পৌরসভার ভিজিএফ’র তদারিক কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মদন মোহন দাস, পৌর কাউন্সিলর এমরান মুন্সী, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
ভিজিএফ’র তদারিক কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ জানান গৌরীপুর পৌরসভার ভিজিএফ’র ৪ হাজার ৬শ ২১ জন উপকারভোগীর মাঝে চালের বদলে নগদ ৪৫০ টাকা করে বিতরণ করা হবে।