১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে আগুনে পুড়ে ছাই বাসা সহ ৬ ঘর
২৮, মে, ২০২১, ৯:৪৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গৌরীপুরে আগুনে পুড়ে বাসা, ব্যবসা প্রতিষ্ঠান ও গোডাউন সহ ছয়টি ঘর পুরে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর শহরের হারুনপার্ক এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে হারুনপার্ক এলাকার বাসিন্দা পলাশ কান্তি বিশ্বাস ভাড়া দেয়া দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান ছড়িয়ে পড়লে পলাশের বাসা, আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও গোডাউন সহ ছয়টি ঘর পুরে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগ্নিকান্ডের সূত্রপাত্রের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান পরে জানানো হবে।