১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে এমপি নাজিম
৩০, মে, ২০২১, ৪:২০ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুরঃ

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের হারুনপার্ক এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। রোববার বেলা ৩টায় তিনি দলীয় নেতা-কর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। এসময় এমপি নাজিম ক্ষতিগ্রস্থ পরিবার ও ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন। আশ্বাস দেন সহযোগিতার করার।

নাজিম উদ্দিন আহমেদ এমপি বলেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে সম্মিলিত ভাবে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করা হবে।

ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান পল্লব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল হক রাকিব, মইলাকান্দা ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন প্রমুখ।।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার দিবাগত রাতে গৌরীপুর পৌর শহরের হারুনপার্ক এলাকায় অগ্নিকান্ডে বাসাবাড়ি, দোকান লাইব্রেরী ও গোডাউন সহ ছয়টি ঘর, আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে অগ্নিকান্ড নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা।