শামীম খান, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। এরমধ্যে দুই ব্যক্তি দোষ স্বীকার করায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদÐ ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দোষ স্বীকার না করায় আটককৃত অপর ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ প্রদান করে থানায় প্রেরণ করা হয়েছে।
রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
এর আগে রোববার ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম গৌরীপুরে অভিযান চালায়। এসময় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৩ জনকে আটক ও ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে কারাদÐ ও জরিমানা প্রদান করা হয়।
দÐপ্রাপ্তরা হলেন – গৌরীপুর পৌর শহরের নতুন বাজার মহল্লার আব্দুল মান্নানের ছেলে মোঃ মামুন (৩৫) ১৮ মাস কারাদÐ ও ৩ হাজার টাকা জরিমানা, চকপাড়া মহল্লার মৃত আবুল কাশেমের ছেলে সোহাগ মিয়া (২৬) ১ বছর কারাদÐ ২ হাজার টাকা জরিমানা।
অপরদিকে আটককৃত উপজেলার গাভীশিমুল গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করেনি। তাই হাবিবুরের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের জন্য তাকে গৌরীপুর থানায় প্রেরণের নির্দেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।