১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, সারা বাংলা রাষ্ট্রীয় সম্মাননা পেলেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজ
২৪, জুন, ২০২১, ৫:১৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন – শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনাকুঞ্জে বিদায়ী সেনাপ্রধানকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) আনুষ্ঠানিকভাবে তার স্থলাভিষিক্ত হবেন লে. জেনারেল শফিউদ্দিন আহমেদ।

সকালে তাঁর পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে সেনাকুঞ্জে বিদায়ী সেনাপ্রধানকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা।

সম্মাননা শেষে বিদায়ী গার্ড পরিদর্শন করেন জেনারেল আজিজ আহমেদ। সব আনুষ্ঠানিকতা শেষে একটি গাছের চারা রোপন করেন তিনি।

আজ আনুষ্ঠানিকভাবে তার স্থলাভিষিক্ত হবেন লে. জেনারেল শফিউদ্দিন আহমেদ।