শামীম খান গৌরীপুরঃ
করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকারি নির্দেশনা মেনে বুধবার (৩০ জুন) বিকেলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক যায়যায়দিনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
যায়যায়দিন এর উপজেলা প্রতিনিধি কমল সরকাররের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য ও গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক এইচ এম খায়রুল বাসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আলী হায়দার রবিন, অর্থ বিষয়ক সম্পাদক শামীম খান, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, আজকের পত্রিকার প্রতিনিধি আরীফ আহম্মেদ, বিশিষ্ট বই বিক্রেতা রাজীব আহম্মেদ, প্রেসক্লাব ক্যান্টিনের মালিক আমিনুল ইসলাম, সাংবাদিক ফারুক আহম্মেদ, এইচটি তোফাজ্জল হোসেন, পল্লী প্রত্যাশার চেয়ারম্যান হাবিবুর রহমান জনি, আইসিটি টেকনিশিয়ান মো. আব্দুস ছালাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আশরাফউজ্জামান গোলাপ প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানের প্রধান অতিথি এসময় পাঠক প্রিয় যায়যায়দিনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পত্রিকার পাঠক, সম্পাদক ও প্রকাশক, সকল কলাকুশলী, প্রতিনিধি, বিজ্ঞাপনদাতাসহ পত্রিকার সঙ্গে জড়িত সংশ্লিষ্ঠ সকলকে অভিনন্দন জানান।