শামীম খান গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যায়যায় দিন পত্রিকার গৌরীপুর প্রতিনিধি কমল সরকার এর পিতা বিশিষ্ট ব্যবসায়ী অখিল সরকার (৮৫) শুক্রবার (২ জুলাই) বিকাল ৫.২৫ মিনিটে নিজ বাসায় পরলোকগমন করেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গৌরীপুর পৌর শ্মশানে রাত ৮ টায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক এইচ. এম খায়রুল বাসার, সদস্য-সচিব মশিউর রহমান কাউসার, সাবেক সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, অর্থ বিষয়ক সম্পাদক শামীম খানসহ সকল সাংবাদিকবৃন্দ।