শামীম খান গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে লকডাউনের বিধি নিষেধ কার্যকর করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চালানো হয়েছে। শুক্রবার (২ জুন) সকাল থেকে দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ও সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমান নেতৃত্বে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বিভিন্ন পথচারী ও ব্যবসায়ী প্রতিষ্টানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫টি মামলায় ৭হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে ২৯টি মামলায় ৩২ হাজার ৪৫০ টাকা মোট জরিমানা করা হয়েছে। উপজেলার সবগুলো প্রবেশ দ্বারে পুলিশের চেকপোষ্ট, বিজিপি জনসচেতনতায় মাঠে রয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমান জানান কঠোর লকডাউন বাস্তবায়নে ইতোমেধ্যে পৌরসভার গুরুত্বপূর্ন স্থান ও বিভিন্ন ইউনিয়নের হাটবাজার গুলোতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড আদায় ও সচেতনতামুলক প্রচারণা অব্যহত রেখেছি।
এ কাজে নিয়োজিত রয়েছে পুলিশ, বিজিবি । লকডাউনের বিধি নিষেধ না মানলে কাউকে ছাড় দেওয়া হবেনা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।