১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুর ২নং ইউনিয়ন পরিষদের ভিজিএফ’র চাল বিতরণ
১৭, জুলাই, ২০২১, ১১:১৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুরঃ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ শুরু হয়েছে।
শনিবার (১৭ জুলাই) অতি দরিদ্রদের মাঝে এ ভিজিএফ চাল বিতরণ শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের। চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, তদারকি কর্মকর্তা মোঃ অনি উল্লাহ, যুবলীগ নেতা মোঃ কামাল হোসেন ও ইউপি সদস্যবৃন্দ।
গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন জানান, করোনার বিষয়টি মাথায় রেখে প্রতিদিন তিনটি করে ওয়ার্ডের সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হচ্ছে। ইউনিয়নে ৫ হাজার ২ শত ৭৯ জন উপকার ভোগীদের মাঝে ১০ কেজি করে মোট ৫০ টন ২৭৯ কেজি চাল বিতরণ করা হবে।