শামীম খান গৌরীপুর থেকেঃ
ময়মনসিংহের গৌরীপুরে করোনা ও শ্বাসকষ্টের রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি। এছাড়াও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে সংগঠনটি।
শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ‘এসো গৌরীপুর গড়ি’র বিনামূল্যে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন করেন।
সংগঠনের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনে উপজেলায় যানবাহন চলাচল সীমিত হয়ে গেছে। সীমিত পরিসরে যানবাহন চলাচল করলেও জরুরি প্রয়োজনে সেগুলোর দেখা মিলে না। অপরদিকে করোনা মহমারির মধ্যে অক্সিজেন সিলিন্ডারের দাম বেড়ে গেছে। করোনা রোগীদের শ্বাসকষ্ট শুরু হলে জরুরি প্রয়োজনে অক্সিজেন পাওয়া যায় না।
এমন পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে দরিদ্র রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও করোনা ও শ্বাসকষ্টের রোগীদের জন্য অক্সিজেন সেবা চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা পেতে হটলাইন চালু করেছে সংগঠনটি। হটলাইন নম্বর- ০১৭২৫১৫৫৮৪০ ও ০১৭৭৬১৯৫১৬৫। জরুরি প্রয়োজনে হটলাইনে ফোন করলে অ্যাম্বুলেন্স বাড়ি পৌঁছে যাবে। পাশাপাশি সংগঠনের স্বেচ্ছাসেবীরা অক্সিজেন সিলিন্ডার বাড়িতে পৌঁছে দিবে।
এসো গৌরীপুর গড়ি’র প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি বলেন নিজেদের অর্থায়নে একটি মাইক্রোবাস ও অটোরিকশা ভাড়া নিয়ে বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবার কার্যক্রম শুরু হয়েছে। আপাতত এই সেবা শুধু গৌরীপুর পৌরসভায় দেয়া হবে। ফান্ড বাড়লে এই সেবা সারা উপজেলায় দেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন সে¦চ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’র উদ্যোগে বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও করোনা রোগীদের অক্সিজেন সরবরাহের উদ্যোগটি প্রশংসার দাবী রাখে। তাদের এই উদ্যোগে প্রশাসনের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা করা হবে। পাশাপাশি উপজেলায় যারা এই ধরণের সেবামূলক কাজের উদ্যোগ নিবে আমরা সবসময় তাদের পাশে থাকবো।
অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য কমল সরকার, সুপক রঞ্জন উকিল, শেখ বিপ্লব, আব্দুর রাকিব, পিলু ঘোষ, নয়ন বিশ্বাস, মিঠু ঘোষ,