চীফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সভা ৫ সেপ্টেম্বর রবিবার বিকাল তিনটায় ময়মনসিংহ নগরীর সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর পরিচালনায় কার্য নির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদ এমপি। সহসভাপতি বীরমুক্তিযোদ্বা নাজিম উদ্দীন আহমেদ এমপি, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি,জুয়েল আরেং এমপি, মনিরা সুলতানা মনি এমপি, জেলা
আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট কবির উদ্দিন ভুঁইয়া, এডভোকেট ফরিদ আহমেদ, অধ্যাপক ইউসুফ খান পাঠান, আলহাজ্ব আমিনুল হক শামীম,মমতাজ উদ্দীন মন্তা, এডভোকেট পীযুষ কান্তি সরকার, এডভোকেট সাদেক খান মিল্কী টজু, এডভোকেট ফারুক আহমেদ খান, এডভোকেট বদর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, ডক্টর সামীউল আলম লিটন, শরীফ হাসান অনু, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফকরুল, প্রচার সম্পাদক আহসান মোহাম্মদ আজাদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দীন খান, শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আবু বক্কর সিদ্দিক, বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, যুব ও ক্রীড়া সম্পাদক সম্পাদক আলহাজ্ব রেজাউল হাসান বাবু, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজ বাশার ভাষানী, এডভোকেট মফিজ উদ্দীন মন্ডল, নির্বাহী কমিটির সদস্য ফিরোজ আহমেদ, তারেক,প্রদীপ, আলহাজ্ব এম এ ওয়াহেদ, এডভোকেট ইমদাদুল হক সেলিম,ড.সেলিনা রশিদ সহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অনতিবিলম্বে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এর নেতৃত্বে উপজেলা সাংগঠনিক কমিটি গঠন, সম্মোলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন, জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় স্হাপন সহ সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় বলে গণমাধ্যম কে জানিয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু সাইদ দীন ইসলাম ফকরুল।
জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সভায় ফুলপুর / তারাকান্দা, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, ত্রিশাল উপজেলা সহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সভা স্হলে আসেন।
নেতাকর্মীরা এক পর্যায়ে ভিতরে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধার সৃষ্টি হয়। এ নিয়ে বাকবিতন্ডার হয় নেতাকর্মীদের সাথে। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয়।
পুলিশ জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেয়নি।
শান্তি পুর্ন ভাবে সভা সমাপ্তি হয়েছে বলে জানা যায়।