এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ডাউকেরগুল গ্রামের “ডাউকেরগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের” চারতলা বিশিষ্ট নতুন ভবন’র নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেছেন কানাইঘাট উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রিয়াজ মাহমুদ ও জৈন্তাপুর উপজেলা সহকারি প্রকৌশলী মোঃ আবু হানিফ সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ। ২১ সেপটেম্বর রোজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে বিদ্যালয়ের সমূহ দিক আলোচনা করে সঠিক নির্মাণ সামগ্রী এর মাধ্যমে বিদ্যালয়ের ভবন নির্মাণের আশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। ৮৫ লক্ষ টাকা ব্যয়ের ৪র্থ তলা বিল্ডিং এর নতুন কাজটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন “শহিদ হালন জেবি” নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ৮৫ লক্ষ টাকা ব্যয়ের ৪র্থ তলা এই ভবনের প্রথম ধাপেই কমপ্লিট নির্মাণ করা হবে ১ম তলা এবং দ্বিতীয় তলায় দুইটি কক্ষ নির্মাণ হবে, তারপর পর্যাক্রমে বাদবাকি কাজগুলো সম্পন্ন করা হবে বলে জানান ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অহিদুর রহমান হালন (মেম্বার) এবং মোঃ আব্দুস শহীদ (মেম্বার)।
অবহেলিত এই এলাকায় এই রকম একটি ব্যয়বহুল ভবন প্রদান করায় এলাকার সর্বস্তরের মানুষের মনে বিরাজ করছে আনন্দ মুখর পরিবেশ। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।
উক্ত ভবন’র নির্মাণ কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ হারুন-অর-রশিদ উপ-সহকারী প্রকৌশলী (আইপিসিপি) কানাইঘাট, মোঃ ইকরামুল হক কার্য্যসহকারী কানাইঘাট, মোঃ ওহিদুল ইসলাম আলম অন্যতম ঠিকাদার, ডাউকেরগুল প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব শরিফ উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফরিদ আহমদ, অত্র এলাকার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও প্রবীণ আওয়ামীলীগ নেতা এম ফারুক আহমদ, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এম এ রহমান জীবন, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব জহির উদ্দিন চৌধুরী, রনবালা রায়, মোঃ ফয়সল আহমদ, মাহমুদা আক্তার শাম্মী, অত্র এলাকার স্বনামধন্য নির্মাণ কাজের ঠিকাদার কয়েছ আহমদ সিদ্দিকী, সহকারি ঠিকাদার আবিদুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।